রাম নবমী উপলক্ষে অস্ত্র মিছিলের

ব্যুরো নিউজ,২৮ মার্চ : রাম নবমী উপলক্ষে অস্ত্র মিছিলের প্রসঙ্গ রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের জন্ম দিয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই মিছিলের পক্ষে কথা বলেছিলেন, এবং তার বক্তব্যকে সমর্থন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই প্রসঙ্গে কার্যত সায় দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)।সম্প্রতি কর্নাটকে অনুষ্ঠিত আরএসএস-এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বিভিন্ন সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে, সংগঠনের পূর্বাঞ্চলীয় ক্ষেত্র প্রচার-প্রমুখ জিষ্ণু বসু জানিয়েছেন, ‘‘রাম নবমীতে অস্ত্র মিছিল হতেই পারে। মহরমেও তো হয়। তবে এটি আইনশৃঙ্খলার বিষয়। যদি পুলিশ মনে করে মহরমে অস্ত্র মিছিল শান্তিপূর্ণভাবে হতে পারে, তাহলে রাম নবমীতেও অনুমতি দেওয়া উচিত।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা কাউকে অস্ত্র মিছিলের নির্দেশ দিচ্ছি না, তবে প্রশাসনের দ্বৈত নীতি চলতে পারে না।’’

IPL 2025: শুরু ২২ মার্চ, কোথায় কবে ম্যাচ, কীভাবে কিনবেন টিকিট?

টানা কয়েকদিন বিতর্কের পর, দিলীপ ঘোষ কিছুটা সংযত সুরে বক্তব্য রেখেছেন। খড়গপুরে একটি লাঠি খেলার প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে তিনি বলেন, ‘‘যুব সমাজের এগিয়ে আসা দরকার। যতটা আইন অনুমতি দেয়, ততটাই আমরা হাতিয়ার নিয়ে খেলব।’’ অন্যদিকে, বারুইপুরে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘পুলিশ যদি অনুমতি না দেয়, তাহলে হয় আদালতের দ্বারস্থ হতে হবে, নয়তো প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

পাঞ্জাব বিধানসভার বাজেট অধিবেশন শুরু, আপ সরকারকে তীব্র আক্রমণ বিরোধীদের

তবে, তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে বিজেপি ও আরএসএস-এর ইচ্ছাকৃত উসকানি বলে দাবি করছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘রাম নবমী উদযাপনের ঐতিহ্য বহু পুরনো। বিজেপি ও আরএসএসের কাছ থেকে হিন্দুদের তা শেখার প্রয়োজন নেই। তারা অশান্তি তৈরির চেষ্টা করছে, তবে বাংলার মানুষ তাতে পা দেবে না।’’

লোহার কন্টেনারে আশ্রয়, তবুও সরকারি সাহায্য নেই! হাওড়ার বেলগাছিয়ার অসহায় পরিবারগুলোর করুণ চিত্র !

এদিকে, আরএসএস-এর প্রতিনিধি সভায় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া, আসন্ন বিজয়া দশমীর দিন থেকে সঙ্ঘের শতবর্ষ উদযাপন কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। তবে এটি শুধুমাত্র একটি উদযাপন নয়, বরং দেশ ও সমাজ পুনর্গঠনের উদ্দেশ্যে স্বয়ংসেবকদের ‘সমর্পিত’ হওয়ার বার্তা দেওয়া হয়েছে।এই বিতর্কের ফলে বাংলার রাজনৈতিক ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিজেপি ও সঙ্ঘ অস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করছে, অন্যদিকে তৃণমূল একে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হিসেবে দেখছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর