ব্যুরো নিউজ,৮ মার্চ:এক দিনের বিশ্বকাপ হাতছাড়া হলেও, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলেছিলেন রোহিত শর্মা। এবার তার সামনে আরেকটি বড় সুযোগ—চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার! ফাইনালের আগে ভারতীয় অধিনায়কের প্রশংসায় ভাসালেন দলের কোচ গৌতম গম্ভীর।
শেষ ওভারে থ্রিলার! হরলিন দেওলের দুর্দান্ত ইনিংসে গুজরাতের নাটকীয় জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি-র এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “রোহিতকে শুধু একজন ক্রিকেটার হিসেবে বিচার করলে ভুল হবে। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। ও অসাধারণ মানুষ, আর এটাই ওকে সফল নেতা করেছে।” গম্ভীর মনে করেন, ভালো মানুষ হলেই একজন ভালো নেতা হওয়া যায়, আর সেটাই রোহিতের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, “এই কারণেই ও এতগুলো আইপিএল ট্রফি জিতেছে এবং ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও তুলেছে।”
তবে গম্ভীর মনে করিয়ে দিয়েছেন যে অতীতের সাফল্য বা ব্যর্থতা নিয়ে বেশি ভাবার দরকার নেই। “এগুলো সবই ইতিহাস। এখন আমাদের সামনে নতুন পরীক্ষা। আশা করি, রোহিত তার সেরা ফর্মে থাকবে এবং মাঠে অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দেবে।”
রোহিতের দুর্লভ রেকর্ড! বিশ্ব ক্রিকেটে প্রথমবার
রোহিত শর্মা একমাত্র অধিনায়ক, যিনি আইসিসির চারটি বড় টুর্নামেন্টের ফাইনালে ভারতকে তুলেছেন!
✅ ২০২৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
✅ ২০২৩: এক দিনের বিশ্বকাপ ফাইনাল
✅ ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল (এবং জয়)
✅ ২০২৫: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (এখনো বাকি)
রঙের উৎসবে সৈকত ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন? সতর্ক থাকুন, না হলে কিন্তু বিপদ!
এই রেকর্ড বিশ্বের আর কোনো অধিনায়কের নেই! তবে চারবার ফাইনালে উঠলেও এখনো পর্যন্ত রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে মাত্র একটি—২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এক দিনের বিশ্বকাপে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত নতুন ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই দেখার! রবিবারের ফাইনাল ম্যাচেই ঠিক হবে ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয় কি না।