ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:নিউজিল্যান্ডের উদীয়মান তারকা রাচিন রবীন্দ্র এখন ক্রিকেটবিশ্বে নতুন ‘Mr. ICC’ হয়ে উঠছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শতরান করে তিনি একাধিক রেকর্ড গড়েছেন। এর ফলে আইসিসি টুর্নামেন্টে পাঁচটি শতরান করার কৃতিত্ব অর্জন করলেন এই কিউয়ি ব্যাটার, যা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। একইসঙ্গে তিনি কিংবদন্তি জ্যাক কালিসকে টপকে আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় সচিন তেন্ডুলকরের ঠিক পিছনে জায়গা করে নিয়েছেন।
ভারতকে সতর্ক থাকতে হবে বিধ্বংসী মেজাজে ফাইনালে নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অসাধারণ ব্যাটিং
৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে নামেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। উইল ইয়ং দ্রুত আউট হলেও, রাচিন রবীন্দ্র ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র ১০১ বলে ১০৮ রান করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন তিনি। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ১টি ছক্কা।
রাচিন রবীন্দ্রের অসাধারণ রেকর্ড:
✔️ এক আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করার কীর্তি গড়লেন রাচিন রবীন্দ্র। এর আগে এই রেকর্ড ছিল কেবল শিখর ধাওয়ানের।
✔️ আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে ৫টি শতরান করা ব্যাটসম্যানদের তালিকায় ঢুকে পড়লেন। এই তালিকায় আগে ছিলেন জো রুট, ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান ও হার্শেল গিবস।
✔️ আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক ৫০+ রান করা ক্রিকেটারদের তালিকায় উঠে এলেন তিনি।
✔️ সচিন তেন্ডুলকরের ঠিক পরেই জায়গা করে নিয়েছেন। এই বাঁহাতি ব্যাটসম্যান তার ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নিজেকে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে প্রমাণ করছেন।
একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম স্বীকার করলেন ব্যর্থতার দায়
আইসিসি টুর্নামেন্টে সর্বাধিক ৫০+ রান:
🏏 সচিন তেন্ডুলকর – ১৬ ইনিংসে ৯ বার (৫০+ রান)
🏏 রাচিন রবীন্দ্র – ১৩ ইনিংসে ৭ বার (৫০+ রান)
🏏 জ্যাক কালিস – ১৭ ইনিংসে ৬ বার (৫০+ রান)
🏏 উপুল থারাঙ্গা – ১৭ ইনিংসে ৬ বার (৫০+ রান)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দুর্দান্ত ইনিংসের ফলে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ভারত ইতিমধ্যেই প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এখন দেখার, রাচিন রবীন্দ্রের দুর্দান্ত ফর্ম নিউজিল্যান্ডকে ট্রফি এনে দিতে পারে কি না!