রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে তীব্র বিতর্ক

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রোহিত শর্মা। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল সমালোচনা। রোহিতকে “মোটা” এবং “সবচেয়ে খারাপ অধিনায়ক” বলার পর দেশজুড়ে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে পড়েছে।এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা, প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। তিনি শামাকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “এই ধরনের মন্তব্য পাকিস্তানেই দেখা যায়। এমন রাজনীতিবিদদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত।”

রোহিত শর্মাকে ‘মোটা’ বলার জেরে বিতর্কে কংগ্রেস নেত্রী

যোগরাজ সিংয়ের ক্ষোভ

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে যোগরাজ বলেন, “আমাদের ক্রিকেটার, দেশ এবং জনগণ আমার কাছে জীবনের চেয়েও মূল্যবান। কেউ যদি একজন খেলোয়াড়কে অপমান করে, যে কিনা দেশের গর্ব, তাহলে সেই ব্যক্তির লজ্জিত হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ক্রিকেট আমাদের ধর্ম। নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কাছে হারলেই রোহিত বা বিরাটকে নিয়ে অযথা সমালোচনা করা হয়। এভাবে খেলোয়াড়দের অসম্মান করা যায় না। পাকিস্তানে যেমন প্রাক্তন ক্রিকেটাররা আলোচনা করেন কে বেশি কলা খায়, ঠিক তেমনই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের দেশেও আলোচনা হচ্ছে। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তাহলে ওনাকে (শামা মহম্মদ) ব্যাগ গুছিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিতাম।”

দুবাইয়ের মাঠে সুবিধা পাচ্ছে ভারত? সমালোচনার জবাব দিলেন রোহিত শর্মা

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা

দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিন শামা মহম্মদ টুইট করে বলেন, “রোহিত শর্মা একজন খেলোয়াড় হিসেবে খুব মোটা এবং তিনি ভারতের ইতিহাসের সবচেয়ে খারাপ অধিনায়ক।” তিনি আরও দাবি করেন, রোহিত “একজন মাঝারি মানের খেলোয়াড়”, যিনি শুধুমাত্র ভাগ্যের জোরে ভারতের অধিনায়ক হয়েছেন।এই মন্তব্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা শামার বিরুদ্ধে সোচ্চার হন, ক্রীড়ামহলও একজোট হয়ে এই মন্তব্যের নিন্দা জানায়। বিসিসিআই এবং জাতীয় ক্রীড়ামন্ত্রকও কংগ্রেস নেত্রীর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।এই বিতর্কের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকেও শামার বক্তব্যকে সমর্থন করা হয়নি, বরং তাঁকে টুইট মুছে ফেলতে বলা হয়। তবে রাজনীতির মঞ্চে রোহিতকে নিয়ে এমন মন্তব্য যে কতটা অনভিপ্রেত, তা নিয়ে বিতর্ক চলছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর