ব্যুরো নিউজ,১ মার্চ :উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল)-এ শুক্রবার দারুণ এক জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই ৯ উইকেটে পরাজিত করল মেগ ল্যানিংরা। দিল্লির বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মুম্বইয়ের ব্যাটাররা কোনওভাবেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ১২৩-৯ রানের মাঝারি স্কোরেই আটকে যায় তারা।
মহাকাশচারী সুনিতা ও উইলিয়ামের বেতন ও সম্পত্তি কত জানেন? শুনলে অবাক হবেন
৩টি গুরুত্বপূর্ণ উইকেট
দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেস জোনাসেন। মাত্র ২৫ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিশেষ করে, ছন্দে থাকা ন্যাট সাইভার ব্রান্ট, অধিনায়ক হরমনপ্রীত কউর এবং জি কমলিনীর উইকেট নিয়ে মুম্বইকে বড় ধাক্কা দেন এই অজি স্পিনার।ব্যাট করতে নেমে মুম্বই ভালো শুরুর ইঙ্গিত দিলেও দিল্লির বোলারদের দাপটে দ্রুত উইকেট হারায়। যস্তিকা ভাটিয়া (১১) ও হেইলি ম্যাথেউজ (২২) ওপেনিং জুটিতে কিছুটা লড়াই করলেও দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি।
তৃতীয় উইকেটে ব্রান্ট ও হরমনপ্রীত কউর ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু এরপরই ১১তম ওভারে হরমনপ্রীতকে ফেরান জেস জোনাসেন। ১৪তম ওভারে ব্রান্টও সহজ ক্যাচ দিয়ে আউট হন। এরপর একের পর এক উইকেট হারিয়ে ১২৩ রানে গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন দিল্লির দুই ওপেনার শেফালি বর্মা ও অধিনায়ক মেগ ল্যানিং। শেফালি মাত্র ২৮ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
ফলের গা থেকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এভাবে দূর করুন
৯.৫ ওভারে ৮৫ রান তুলেই দিল্লি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর শেফালি আউট হলেও ল্যানিং ৪৯ বলে ৬০ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রড্রিগেজ।১৪.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই দিল্লি ১২৪ রান তুলে নেয় এবং ৯ উইকেটের বড় জয় পায়। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।