আফগান ব্যাটারকে রান আউট থেকে বাঁচালেন স্মিথ

ব্যুরো নিউজ,১ মার্চ :আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, ম্যাচের একটি মুহূর্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ নিজেই আম্পায়ারদের কাছে অনুরোধ করেছেন, যেন আফগান ব্যাটার নূর আহমদকে রান আউট না দেওয়া হয়! তার এই স্পোর্টসম্যানশিপের নজির বিশ্বক্রিকেটে প্রশংসিত হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিচ্ছে আফগানিস্তান? নাকি নির্ভর করছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের উপর?

কী ঘটেছিল সেই মুহূর্তে?

আফগানিস্তান তখন শেষ ওভারগুলোতে লড়াই করছিল। ৪৭তম ওভারের শেষ বলটি করছিলেন নাথান এলিস। স্ট্রাইকে থাকা আজমাতুল্লা ওমরজাই মিড উইকেটে শট খেলে এক রান নেন। প্রান্ত বদল করতে গিয়ে নন-স্ট্রাইকার নূর আহমদ ভুল করে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, কারণ তিনি মনে করেছিলেন ওভার শেষ হয়ে গেছে। ঠিক তখনই অস্ট্রেলিয়ার উইকেটকিপার জশ ইংলিস বল ধরে স্টাম্প ভেঙে দেন এবং রান আউটের আবেদন করেন।

এই সময়ই দৌড়ে আসেন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি আম্পায়ারদের কাছে গিয়ে অনুরোধ করেন, যেন আহমদকে আউট না দেওয়া হয়। আম্পায়াররাও স্মিথের অনুরোধ মেনে তাকে আউট দেননি, ফলে খেলা চালিয়ে যেতে পারেন আহমদ। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, আর স্মিথের এই মহানুভব আচরণ প্রশংসিত হয়।

দিল্লির দুরন্ত জয় মুম্বইকে হারিয়ে শীর্ষে ক্যাপিটালস

অস্ট্রেলিয়ার আগের বিতর্কিত রান আউট

এদিকে, এই ঘটনার সঙ্গে অনেকেই তুলনা করছেন ২০২৩ অ্যাশেজের একটি বিতর্কিত রান আউটের। তখন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারে ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোকে ঠিক একইভাবে রান আউট করেছিলেন। কিন্তু সেই সময় অস্ট্রেলিয়ার দল সমালোচিত হয়েছিল ‘অখেলোয়াড়োচিত আচরণের’ জন্য। তবে এবার স্টিভ স্মিথ সম্পূর্ণ বিপরীত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।স্মিথের এই স্পোর্টসম্যানশিপ ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছে। অনেকেই বলছেন, এটাই সত্যিকারের খেলোয়াড়সুলভ মানসিকতা। বৃষ্টি ম্যাচ কেড়ে নিলেও, স্মিথের এই উদাহরণ চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর