ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের মতো বিদায় নিয়েছে বাংলাদেশও। এই বিদায়ের জন্য দলের ব্যাটারদের দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, দলের ব্যাটিংয়ের সমস্যা গুরুতর এবং পরবর্তী সময়ে দলের কয়েকজন ব্যাটার বাদ পড়তে পারেন। শান্তর কথায় স্পষ্ট, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ দলের ব্যাটিং লাইনে কিছু বড় পরিবর্তন আসবে।বাংলাদেশ দল পর পর ভারতের ও নিউ জিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যায়। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ২২৮ রান করে এবং দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৩৮ রান।
শীর্ষ ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেননি
এক দিনের ক্রিকেটে এই রান নিয়ে জয় পাওয়া খুবই কঠিন, এই কথাটি বারবার বলেছেন শান্ত। তিনি বলেছেন, “আমরা অনেকবার একই ভুল করছি। আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। আশা করি, এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমাদের দলের ব্যাটিংয়ে কিছু পরিবর্তন হবে, এবং নতুন কিছু ক্রিকেটার আসবেন।”ভারত ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভালো খেললেও, তারা ধারাবাহিকতা দেখাতে পারেননি। বাংলাদেশ দলের শীর্ষ ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেননি। শান্ত মনে করেন, “ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা ম্যাচগুলো হালকা ভাবে নিয়েছিলাম, তাই হারতে হয়েছে।”
এখন প্রশ্ন উঠছে, শান্ত নিজে ব্যাটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রান করার পর ভারতের বিরুদ্ধে তিনি শূন্য রানে আউট হন। অর্থাৎ, তার ব্যাটেও ধারাবাহিকতা নেই। যেহেতু শান্ত ব্যাটারদের বিরুদ্ধে আঙুল তুলেছেন, তখন প্রশ্ন উঠছে, নিজের পারফরম্যান্সের দায় তিনি কি নেবেন? যদিও এই বিষয়ে তিনি কিছু বলেননি।শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে সবাইকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন। শান্ত নিজে কিছু রান করলেও, অন্যান্য ব্যাটাররা সুযোগ হাতছাড়া করেছেন।
মহাকুম্ভ ২০২৫ঃ উত্তরপ্রদেশের অর্থনীতিতে এক বিশাল প্রভাব, কি বলছে পরিসংখ্যান?
দলের বোলিং অবশ্য ভালো পারফর্ম করেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনরা, যারা কম রান দিয়েও লড়াই করেছেন। কিন্তু ব্যাটারদের ধারাবাহিকতা না থাকায় বাংলাদেশ দল জয় পেতে পারেনি।এখন বাংলাদেশ দলের সামনে শেষ সুযোগ হিসেবে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ। যদি তারা এই ম্যাচ জেতে, তাহলে অন্তত ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। কিন্তু, মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হওয়ায়, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও বাতিল হতে পারে, যার ফলে বাংলাদেশ শেষ ম্যাচ খেলতে না পারলেও ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।