সুপার ওভারে হার, বেঙ্গালুরুকে হতাশ করল ইউপি ওয়ারিয়র্জার্স

ব্যুরো নিউজ, ২৫ ফেব্রুয়ারি:বিরাট কোহলির দুর্দান্ত শতরানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করতে না করতেই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলাদের আইপিএলে সুপার ওভারে ইউপি ওয়ারিয়র্জার্সের কাছে হেরে গেল। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে। জবাবে ইউপি ওয়ারিয়র্জার্সও ২০ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায়।

রিচা ঘোষের রান-আউট ধোনির সেই মুহূর্ত মনে করিয়ে দিল

বিজয়ী

সুপার ওভারে ইউপি ১ উইকেটে ৮ রান করে, এবং বেঙ্গালুরু মাত্র ৪ রান করতে পারে।টসে জয়ী হয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউপি। বেঙ্গালুরুকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এলিস পেরি এবং ড্যানি ওয়‍্যাট। পেরি ৫৬ বল খেলে ৯০ রান করে অপরাজিত থাকেন, এবং ওয়‍্যাট ৫৭ রান করেন। তবে বাকিরা তেমন রান তুলতে পারেননি।

ইউপি-র হয়ে চিনেল হেনরি, দীপ্তি শর্মা ও তাহিলা ম‍্যাকগ্রা একটি করে উইকেট নেন।রান তাড়া করতে নেমে ইউপি শুরুতে নিয়মিত উইকেট হারাতে থাকে। এক সময় ১৩৪ রানে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। কিন্তু সেখান থেকে দলকে টানেন সোফি একলেসটন, যিনি ১৯ বলে ৩৩ রান করেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা: রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আতঙ্কের মুহূর্ত

ইনিংসের শেষ বলে রান আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। বেঙ্গালুরুর পক্ষে স্নেহ রানা ৩টি, রেনুকা সিংহ ও কেম গার্থ দু’টি করে উইকেট নেন।তবে সুপার ওভারে ইউপি-র কাছে দাঁড়াতে পারেনি বেঙ্গালুরু। ইউপি এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের কার্যক্ষমতা দেখিয়ে বিজয়ী হয়ে ম্যাচটি জিতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর