ইভিএম নিউজ ব্যুরো, বসিরহাটঃ বাড়িতে কোন আভিভাবক না থাকার সুযোগ নিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করলেন বছর পঁয়ত্রিশের এক যুবক । ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়। মেয়েটির বাবা-মা তাঁদের নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য বাইরে বেড়িয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত ব্যাক্তি ঘরে ঢুকে মেয়েটির সঙ্গে এই ঘৃণ্য কাজটি করেন। পরে প্রতিবন্ধী মেয়েটির বাবা-মা বাড়ি ফিরলে গোটা ঘটনাটা তাঁদের ব্যক্ত করেন ওই ধর্ষিতা যুবতী ।পাশাপাশি মেয়েটি শারীরিক ভাবেও অসুস্থ হয়ে পরেন । ধর্ষিতা মেয়েটির বাবা-মা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ওই গ্রামের বাসিন্দা তথা মানবাধিকার কমিশনের জেলা সভাপতি গোটা বিষয়টির ওপর নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।