ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশ্বের সেরা ক্রিকেট দলগুলি। তবে, শুধু শিরোপায় নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে আকর্ষণীয় পুরস্কারের অর্থ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি জানিয়েছে, এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যা প্রায় সাড়ে ১৯ কোটি টাকার সমান।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহঃ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির রিহ্যাবে ভারতের তারকা পেসার
কত টাকা ?
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে পুরস্কারের অর্থ ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের চেয়ে কম হলেও, তা এখনও একটি বড় অঙ্কের পুরস্কার। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার (প্রায় ৩৫ কোটি টাকা)। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরে গেলে ১.১২ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা) পুরস্কার পাবে পরাজিত দল। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লক্ষ ৬০ হাজার ডলার (প্রায় ৫ কোটি টাকা) করে।
এছাড়াও, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারমূল্য গতবারের চেয়ে ৫৩ শতাংশ বেশি। প্রতিটি দলকেই অংশগ্রহণের জন্য ১ লক্ষ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা) দেওয়া হবে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলির জন্যও থাকবে পুরস্কার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৪০ লক্ষ টাকা) করে। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দল পাবে ১ লক্ষ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ২২ লক্ষ টাকা) করে।এছাড়া, প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার (প্রায় ৩০ লক্ষ টাকা)। যদি কোন দল গ্রুপ পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে পাঁচটি ম্যাচই জেতে, তবে তারা প্রায় ২১ কোটি টাকা পুরস্কার পাবে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার জন্য দুটি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউ জিল্যান্ড, আর দ্বিতীয় গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।এই প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বের জন্য অত্যন্ত আকর্ষণীয়, এবং প্রতিটি দলই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত।