ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে ০-২ ব্যবধানে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। এই পরাজয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, তাদের এক লজ্জার নজিরও তৈরি হয়েছে। এশিয়ার মাটিতে এই ফরম্যাটে সবচেয়ে কম রানে আউট হয়ে গিয়েছে তারা।
পাকিস্তানে নিরাপত্তা ও আর্থিক সংকটে চ্যাম্পিয়ন্স ট্রফি
পূর্ণ শক্তির দল
বৃহস্পতিবার, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের শতরানের সৌজন্যে ২৮১/৪ রান তুলেছিল। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট হারাতে থাকে তারা। একের পর এক ব্যাটসম্যান ফিরে যান। ১০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তাদের হয়ে দুনিত ওয়েল্লালাগে চারটি উইকেট নেন, এবং অসিতা ফার্নান্ডো ও ওয়ানিন্দু হাসরঙ্গের তিনটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার ইনিংসটি ২৫ ওভারও টেকেনি।
১০৭ রানই এশিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানের ইনিংস। এর আগে ১৯৮৫ সালে শারজায় ভারতের বিরুদ্ধে ১৩৯ রানই ছিল তাদের সর্বনিম্ন রান। অবশ্য, অস্ট্রেলিয়া দল চোট এবং আঘাতে বেশ ভাঙাচোরা। অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছিল, যা ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ঃ পুরস্কারের পরিমাণ জানাল আইসিসি, জিতলে কত পরিমাণ টাকা পাবে বিজয়ী দল?
ম্যাচের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, “শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কার সামনে আমরা দাঁড়াতেই পারিনি। তবে এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।শ্রীলঙ্কার কৃতিত্ব প্রাপ্য। তারা এই পিচে অসাধারণ খেলেছে। শ্রীলঙ্কার বোলাররা খুবই ভালো বল করেছে। গত টেস্টে যে পিচে আমরা খেলেছিলাম, সেখানে বল পড়েছিল, কিন্তু এই পিচে বল অনেকটা পিছলে আসছিল।” স্মিথ আরও যোগ করেন, “শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু সুন্দর স্মৃতি তৈরি হয়েছে।”এখন অস্ট্রেলিয়া দলের জন্য সময় এসেছে পরবর্তী টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করার, এবং শ্রীলঙ্কার বিপক্ষে এই হার থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়ার।