ইভিএম নিউজ ব্যুরো,কলকাতাঃ ব্রেস্ট ক্যান্সার মোকাবিলায় নয়া উদ্যোগ নিল, রাজ্যের স্বাস্থ্যদফতর। নয়া এই উদ্যোগের অঙ্গ হিসেবে খুব শিগগিরই শুরু হবে একটি পাইলট প্রোজেক্ট।তার আগে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশাকর্মী, স্বাস্থ্যকেন্দ্রের নার্স এবং জেলা হাসপাতালের চিকিৎসকদের। পাশাপাশি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের ইন্টার্নদেরকেও এই প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। প্রশিক্ষণটি দিচ্ছে কলকাতার এসএসকেএম (SSKM)-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্যানেল।গত ৪ ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবসে প্রকল্পটির কথা ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর।
সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্টে দেখা গেছে ভারতের প্রতি ৩০ জন মহিলার মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। অন্যদিকে গোটা বিশ্বে ব্রেস্ট ক্যান্সারে সুস্থতার হার যেখানে ৮০ থেকে ৯০ শতাংশ, সেখানে ভারতে মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ। এরপরেই নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্যদফতর। মোট পাঁচটা জেলাকে বেছে নিয়ে প্রল্পটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাগুলি হল ডায়মন্ডহারবার, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ ও বীরভূম। দফতর সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত মোট দশহাজার আশাকর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।প্রকল্পটিতে বলা হয়েছে কোনও মহিলার শরীরে ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ দেখা দিলে, সঙ্গে সঙ্গে তাঁকে জেলা স্বাস্থ্যে নিয়ে এসে পরীক্ষা করবেন, কমিউনিটি হেলথ অফিসার। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এসংক্রান্ত পরিকাঠামো ঠিকঠাক না থাকলে ওই রোগিনীকে নিয়ে যাওয়া হবে এসএসকেএম(SSKM)-এ।