চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হবেন ভারতের এক নম্বর উইকেটরক্ষক?

ব্যুরো নিউজ,১৩ ফেব্রুয়ারি:ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে জানিয়েছেন যে লোকেশ রাহুলই এখন ভারতের এক নম্বর উইকেটরক্ষক। এর ফলে ঋষভ পন্থের জন্য একদিনের ক্রিকেটে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে। গম্ভীর বলেন, “রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি। পন্থ সুযোগ পাবেন, কিন্তু দু’জন উইকেটরক্ষক একসঙ্গে খেলানো সম্ভব নয়।”রাহুলের উইকেটরক্ষণের পাশাপাশি তার ব্যাটিং পজিশন নিয়েও আলোচনা চলছে। এই সিরিজে তাকে কখনও পাঁচ নম্বরে, কখনও ছয় নম্বরে ব্যাট করতে নামানো হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের আত্মবিশ্বাস বাড়ল, কিন্তু চিন্তার কিছু কারণও রয়ে গেল।জানুন সেগুলো কি কি?

পজিশন বদল

সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করতে অভ্যস্ত রাহুলকে এই সিরিজে অক্ষর পটেলের জন্য পজিশন বদল করতে হয়েছে। তবে, পাঁচ নম্বরে রাহুলের গড় ভালো, এবং বুধবারের ম্যাচে তিনি ২৯ বলে ৪০ রান করে তার দক্ষতা প্রমাণ করেছেন। গম্ভীর পরিসংখ্যানের চেয়ে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, “আমরা গড় বা পরিসংখ্যান দেখি না। আমরা দেখি কোন পজিশনে কে দলের জন্য সেরাটা দিচ্ছে।”চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে রাখা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও পরের ম্যাচগুলোতে তাকে আর সুযোগ দেওয়া হয়নি।

গম্ভীর এ বিষয়ে বলেন, “আমরা এমন একজন বোলার চেয়েছিলাম যিনি নিয়মিত উইকেট নিতে পারেন। বরুণ চক্রবর্তী সেই ভূমিকা পালন করতে পারেন। যশস্বীর ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই দলে নিতে পারি।”চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাহের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধরনের ক্ষতি। তবে, বুমরাহের ফিটনেস নিয়ে গম্ভীর বেশি কিছু বলতে চাননি। তিনি বলেন, “বুমরাহ দলে নেই। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা এ বিষয়ে কথা বলবেন।”

ইউপিআই লেনদেনে নতুন নিয়মঃ চার্জব্যাক প্রক্রিয়া কেমন হতে চলেছে জানুন

গম্ভীর লাল বল এবং সাদা বলের ক্রিকেটকে এক করে দেখতে নারাজ। শুভমান গিল একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি তেমন রান করতে পারেননি। গম্ভীর এ বিষয়ে বলেন, “আমরা প্রতিটি ইনিংসের পরেই একজন খেলোয়াড়কে নিয়ে সমালোচনা করি, এটা ঠিক নয়। শুভমান এখনও তরুণ। টেস্ট ক্রিকেট কঠিন, কিন্তু আগামী দিনে তিনি সেখানেও ভালো করবেন।” রাহুলের ফর্ম এবং উইকেটরক্ষণের দক্ষতা ইতিবাচক দিক, কিন্তু ঋষভ পন্থের অনুপস্থিতি এবং বুমরাহের অভাব দলের জন্য চিন্তার বিষয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর