২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি

ব্যুরো নিউজ,২৩ ডিসেম্বর:আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান।তবে ভারত সে দেশে গিয়ে খেলতে রাজি নয়। ফলে আইসিসি এই প্রতিযোগিতা হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে।গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ভারত তাদের সব ম্যাচ দুবাইতেই খেলবে। যদি রোহিত শর্মার দল ফাইনালে ওঠে, তবে সেই ম্যাচও দুবাইয়ে হবে।

উত্তরপ্রদেশে এনকাউন্টারে তিন খলিস্তানি জঙ্গির মৃত্যুঃ উদ্ধার একে-৪৭ রাইফেল

ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?


তবে ভারত ফাইনালে না উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এবং আমিরশাহি ক্রিকেট সংস্থার প্রধান শেখ নাহান আল মুবারকের মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।ভারত পাকিস্তানে না খেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বাড়তি ৩৮ কোটি টাকা পাবে। যেহেতু পাকিস্তান মূল আয়োজক দেশ। তাই অন্য দেশে ম্যাচ আয়োজনের ব্যয় আইসিসি তাদের পক্ষ থেকেই দেবে।

পূর্বাঞ্চলে রেল শিল্পের বিকাশঃ কর্মসংস্থানের নতুন দিগন্ত

 ভারত আগেই স্পষ্ট জানিয়েছিল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান প্রথমে হাইব্রিড মডেলে রাজি ছিল না। তবে অনেক আলোচনার পর তারা এতে সম্মত হয়। পাশাপাশি তারা দাবি করেছে, ভবিষ্যতে ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে তারাও নিরপেক্ষ মাটিতে খেলবে। আইসিসি এই দাবি মেনে নিয়েছে। ২০২৭ সাল পর্যন্ত দুই দেশ নিজেদের মাটিতে পরস্পরের বিপক্ষে কোনও ম্যাচ খেলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর