ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভবিষ্যৎ নিয়ে সমস্ত জল্পনার অবসান হতে পারে শনিবার। আইসিসি-র নতুন চেয়ারম্যান জয় শাহের মধ্যস্থতায় সমাধানসূত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার আইসিসি, বিসিসিআই এবং পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকে এই প্রতিযোগিতার আয়োজনের হাইব্রিড মডেল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্রিসবেন টেস্টে ভারতের দলে দুই বদলঃ সুযোগ পেলেন জাডেজা ও আকাশ দীপ
বিসিসিআই, পিসিবি এবং আইসিসি খুশি
সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ভারত এবং পাকিস্তান একে অপরের দেশে গিয়ে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইতে। প্রতিযোগিতায় আটটি দল অংশ নেবে। চারটি দলের দু’টি গ্রুপে ভাগ হবে টুর্নামেন্ট। ১৫টি ম্যাচের মধ্যে পাঁচটি হবে দুবাইতে। ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে।পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়েছিল তারা হাইব্রিড মডেলে রাজি হতে পারে একটি শর্তে যদি ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসি প্রতিযোগিতাগুলিতে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। বিসিসিআই এবং আইসিসি সেই শর্ত মেনে নিয়েছে। এর ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও পরবর্তী প্রতিযোগিতাগুলির ক্ষেত্রেও হাইব্রিড মডেল কার্যকর হবে।
রানাঘাটের মাটির নিচে জ্বালানি ভাণ্ডারঃ উত্তোলনের পথে বড় পদক্ষেপ
২০২৫ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও পাঁচটি ম্যাচ দুবাইতে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কায় হবে, যেহেতু শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ-আয়োজক। এছাড়া, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তান দল ভারতের মাটিতে না এসে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।আইসিসি-র এক কর্তার মতে, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পরে আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে। যদিও পাক বোর্ডের জন্য ক্ষতিপূরণের কোনও পরিকল্পনা আইসিসি-র নেই। বিসিসিআই, পিসিবি এবং আইসিসি তিন পক্ষই এই সমাধানসূত্রে সন্তুষ্ট বলে জানা গিয়েছে।