চোখের আইলাইনার পড়ার সঠিক নিয়ম

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : দৈনন্দিন মেকআপে  চোখের মেকআপ আইলাইনার, কাজল এবং মাস্কারা হল অন্যতম ভরসা। কিন্তু এগুলির ব্যবহারেও কিছু সাধারণ ভুল হয়। যা চোখের সৌন্দর্যকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে না। চোখের মেকআপে কিছু সাধারণ নিয়ম মেনে চললে সহজেই আরও সুন্দর এবং আকর্ষণীয় চেহারা পেতে পারেন।

উলের কাপড় সঠিক ভাবে ধোয়ার টিপস

১. পুরো চোখে লাইনার দেওয়া থেকে বিরত থাকুন:
অনেকেই চোখের এ প্রান্ত থেকে ও প্রান্তে লাইনার দিয়ে বর্ডার করে ফেলেন। এতে চোখ ছোট বা ভারী দেখায়। এর বদলে, লাইনারের রেখা চোখের বাইরের কোণে কিছুটা চওড়া করতে হবে এবং ভিতরের দিকে আসার সময় সরু হবে।

২. নীচের পাতায় লাইনার ব্যবহার:
চোখের নীচের পাতায় লাইনার সব সময় অর্ধেক পর্যন্ত টানুন। বাকিটা হালকা ব্রাশ দিয়ে স্মাজ করুন, যাতে এটি বেশি ভারী না দেখায়।

৩. নীচের পাতায় হালকা শ্যাডো:
নীচের পাতার লাইনারের সঙ্গে হালকা রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন। এটি চোখকে আরও উজ্জ্বল এবং স্নিগ্ধ দেখাতে সাহায্য করবে।

৪. উপরের পাতায় লাইনারের রেখা:
চোখের উপরের পাতার লাইনার চোখের তিন চতুর্থাংশ পর্যন্ত টানা উচিত। এরপর, নীচের পাতার মতো ব্রাশ দিয়ে স্মাজ করে নিন।

অনুষ্ঠানে গিয়ে বুফে খাওয়ার সঠিক নিয়ম জানুন

৫. শেষ মিশ্রণ:
আইলাইনার টানার পর, চোখের ভিতরের দিকের কোণে হালকা রঙের আইশ্যাডো দিয়ে মিশিয়ে দিন। এতে চোখ আরও বড় এবং উজ্জ্বল দেখাবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর