ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : ২ বছর পর আবারও আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। দশটি দলই নিজেদের দলগঠনের পরিকল্পনা নিয়ে প্রস্তুত। এবার আইপিএল নিলাম ২০২৫-এ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বরাদ্দ রয়েছে ৬৪১.৫ কোটি রুপি, যা খেলোয়াড়দের কেনার জন্য খরচ করতে হবে।
নিলামে তুমুল চর্চা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ সহ ১২ তারকা
নিলামের প্রথম দফা শুরু হবে মার্কি ক্রিকেটারদের তালিকা দিয়ে, যা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ছয়জন করে তারকা ক্রিকেটার রয়েছেন। প্রথম গ্রুপের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার, ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাদা, ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং এবং অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ক।
জেড্ডায় আইপিএল মেগা নিলাম, রেকর্ড দামের লড়াইয়ে কারা?
দ্বিতীয় গ্রুপে আছেন ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল, ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি এবং ভারতীয় বোলার মহম্মদ সিরাজ।এই নিলামে ফ্র্যাঞ্চাইজিরা বড় অঙ্কের খরচ করে দলে যোগ করবে নতুন তারকাদের। আইপিএলের প্রতি বছরের মতো এবারের নিলামও ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশাল আকর্ষণ হয়ে উঠবে।



















