ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : মশার প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দিশা পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে। স্ত্রী মশার ডানা ঝাপটানোর আওয়াজ শুনেই জাগে পুরুষ মশার প্রজনন কামনা। আর এই আওয়াজ না শুনলে তাদের প্রজনন ইচ্ছা জাগে না। যার ফলে বংশবৃদ্ধিও হয় না।
প্রকাশ্যে এলেন খালেদা জিয়াঃ সশস্ত্র বাহিনী দিবসে ১২ বছর পর অংশগ্রহণ
মশার সংখ্যা কমবে
ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে এখন পর্যন্ত প্রশাসনের নির্দেশিকা মূলত জল জমতে না দেওয়ার মতো সাবধানতার ওপর ভিত্তি করে তৈরি। তবে মশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে সরাসরি তাদের প্রজনন প্রক্রিয়া বাধা দেওয়ার পরিকল্পনা করছেন গবেষকরা। পুরুষ মশার শ্রবণক্ষমতা নষ্ট করলে এই প্রক্রিয়াকে ব্যাহত করা যেতে পারে। ফলে মশার সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবে।
বিড়াল কি সত্যিই কথা বলে? ‘হ্যালো’ ও ‘মাম্মা’ ডাকছে বিড়াল
মশাদের প্রজনন পদ্ধতি অত্যন্ত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ঘটে। বাতাসে কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত স্ত্রী এবং পুরুষ মশার মিলন ঘটে। পুরুষ মশার শ্রবণক্ষমতা নষ্ট করলে এই প্রক্রিয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। এর ফলে নতুন করে মশা জন্মানোর সম্ভাবনা হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে রোগ বাহক মশার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।