৩৯ বছর বয়সেও বাইশ গজে ভেলকি দেখাচ্ছেন বাংলার ব্যাটার অনুষ্টুপ মজুমদার। হরিয়ানার হাড়কাঁপানো ঠান্ডায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষাতে সফল অনুষ্টুপ সহ বাংলার একাধিক ব্যাটার। এছাড়া হরিয়ানার রোহতকের বাইশ গজ সবসময়েই থাকে পেসারদের অনুকূলে। হরিয়ানার বিরুদ্ধে এ ম্যাচে তার ব্যতিক্রম ছিল না। সবুজ উইকেট আর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ম্যাচের প্রথম দিনেই বাংলা তাদের কর্তৃত্ব কায়েম করেছিল। ম্যাচের দ্বিতীয় দিনেও বাংলা সেই ঝাঁঝকে বজায় রেখে প্রথম ইনিংস শেষ করলো ৪১৯ রানে। প্রথম দিনে ৬ উইকেটে ৩৩৫ রান তুলেছিল মনোজ তিওয়ারির বাংলা। অনুষ্টুপ খেললেন ১৪৫ রানের ঝকঝকে ইনিংস। আগের ম্যাচে জয়ের দু’ই নায়ক অধিনায়ক মনোজ তিওয়ারি, সুদীপ ঘরামী রান না পেলেও প্রদীপ্ত প্রামানিক ৩৭, আকাশদীপ ২২ ও ঈশান পোড়েল অপরাজিত ১৪ রান করেন শেষদিকে। ফলে বাংলার সামনে প্রথম ইনিংসে এবার এগিয়ে যাওয়ার সম্ভাবনায় বোলারদের জন্য থাকছে পরীক্ষা।