বাঙালি মানেই ভোজনপ্রিয় । আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আর সেই মাছের পেটেই মিলল আস্ত সোনার আংটি । পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণপুর বাজার থেকে মাছ কিনে ফিরছিলেন স্বাস্থ্যকর্মী কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় । কাজকর্মের শেষে শীতের দুপুরে খেতে বসেই ঘটল অবাক করার মতো ঘটনা ! মাছ ভেঙে মুখে পুরেই মালুম পেলেন কঠিন কোন ধাতব বস্তুর।বিরক্তির সঙ্গে সেটিকে কাঁকড় মনে করে থালায় ফেলতেই চোখে পড়ল আস্ত একটি সোনার অংটি। একেবারেই চক্ষু চড়কগাছ ! পরে সেটি যাচাই করে দেখে উল্লাসিত হয়ে ওঠেন বছর চল্লিশের কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় । আবার অজানা ভয়ও ছিল। কারণ কথিত আছে হঠাৎ করে সোনা পাওয়া নাকি শুভ নয়। তিনি বলেন ,এইরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি।এ এক আশ্চর্য ঘটনা বটে। তবে স্মারক হিসাবে বাড়িতে রেখে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এই প্রসঙ্গে রূপনারায়ণপুর বাজারের এক মাছ বিক্রেতা বলেন , বড়ো বড়ো মাছ সাধারণত খরিদ্দারদের কেটেই দেওয়া হয়। কিন্তু কেউ গোটা মাছ কিনে নিয়ে গেলে সেটা তাদের চোখে পড়ার কথা নয়। এই ঘটনা ওই মাছ বিক্রেতার কাছেও বেশ আশ্চর্যজনক। কারণ তাঁর দীর্ঘ মাছ বিক্রির জীবনে এমন ঘটনা তিনি প্রথম শুনলেন বলে তিনি জানালেন।