সংক্রান্তিতেও দেখা নেই শীতের। এক ধাক্কায় তাপমাত্রা বাড়লো ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া , বর্ধমান ,পশ্চিম মেদিনীপুর সহ জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি করে বৃদ্ধি পেয়েছে। আগামী সপ্তাহে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হওয়ার দাপট কিছুটা কমেছে বলে জানিয়েছে আলিপুর । ফলে শীতপ্রেমী মানুষদের কাছে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর