মকর সংক্রান্তির পিঠে পার্বণ উষ্ণতম পৌষেই সারতে হবে আম বাঙালিকে। কারণ দিন কয়েকের জন্য শীত উধাও। যদিও আগামী সপ্তাহের শুরুতেই পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা যথেষ্ট উষ্ণ আবহাওয়ার সামিল। বেলা বাড়তেই সেটা একলাফে দাঁড়ায় ১৯ ডিগ্রির কাছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। ফলে হতাশায় শীতপ্রেমী মানুষ। রবিবার পর্যন্ত এইভাবেই তাপমাত্রা থাকবে উর্ধমুখী,দিন এবং রাতে। জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত ১৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে তাপমাত্রা । সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আলিপুর । অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা নেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর