ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিতে এসেছে একের পর এক সাফল্য। আত্মনির্ভর ভারত সম্পূর্ণ নিজের দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন অস্ত্র তৈরি করেছে। সম্প্রতি ভারত ‘অগ্নি ৫’ মিসাইলের পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এবার শত্রু পক্ষকে শায়েস্তা করার জন্য সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে ইঁদুর! ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন’ বা ডিআরডিও এমন এক জিনিস তৈরি করেছে যা শত্রুপক্ষের বিনাশ ঘটাতে সক্ষম হবে। যুদ্ধের ময়দানে গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুর অগোচরে নিঃশব্দে নজরদারি করা। এবার সেই কাজই করবে ডিআরডিও-র ‘বিজ্ঞানী ইঁদুর’। এগুলিকে বলা হয় ‘র্যাট সাইবর্গ’ অর্থাৎ এগুলি আধা জন্তু ও আধা রোবট। যা সামরিক বাহিনীকে নজরদারি চালাতে সহায়তা করবে। দেশে ২৬/১১ র মতো কোনও হামলা হলে সহজেই এই র্যাট রোবটের সাহায্যে খবর পেয়ে শত্রু দমন করতে পারবে সামরিক বাহিনী। এই ইঁদুরের মাথায় রয়েছে এক বিশেষ যন্ত্র এবং ক্যামেরা। তাই বাইরের ছবি তুলতেও সক্ষম ‘র্যাট সাইবর্গ’। এই ইঁদুরকে নিয়ন্ত্রণ করতে পারা যাবে রিমোট কনট্রোলের মাধ্যমে।



















