ব্যুরো নিউজ ৬ নভেম্বর : ২০২৫ সালের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা, যার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। মহাকুম্ভে লাখো পুণ্যার্থীর স্নান করার আকাঙ্ক্ষা রয়েছে, আর এবার অনুমান করা হচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫ কোটি ভক্ত এখানে সমবেত হবেন। এত বিশাল সমাগমকে সফল করতে বর্তমানে পুরোদমে চলছে প্রস্তুতি।
রাশি অনুযায়ী কেমন যাবে আপনার দিনটি? জানুন জ্যোতিষশাস্ত্রমতে
প্রতি ছয় বছর অন্তর পালিত হয় অর্ধকুম্ভ
মহাকুম্ভ প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয়, আর হরিদ্বার ও প্রয়াগরাজে প্রতি ছয় বছর অন্তর পালিত হয় অর্ধকুম্ভ। ২০১৩ সালে শেষ মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল, আর তাই এবারের আয়োজনকে ঘিরে মানুষের উৎসাহ তুঙ্গে। ভক্তদের যাতে মেলার বিশাল প্রাঙ্গণে গন্তব্য খুঁজে পেতে কোনও অসুবিধা না হয়, তার জন্য প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ গুগলের সঙ্গে একটি বিশেষ চুক্তি করেছে। এর ফলে গুগল ম্যাপে মেলার স্থায়ী স্থানগুলির পাশাপাশি অস্থায়ী কাঠামোগুলিও সহজে খুঁজে পাওয়া যাবে।এবারের মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য বেশ কিছু বিশেষ দিনকে চিহ্নিত করা হয়েছে, যা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে পৌষ পূর্ণিমা (১৩ জানুয়ারি), মকর সংক্রান্তি (১৪ জানুয়ারি), মৌনী অমাবস্যা (২৯ জানুয়ারি), বসন্ত পঞ্চমী (৩ ফেব্রুয়ারি), এবং অচলা নবমী (৪ ফেব্রুয়ারি)। এই দিনগুলোতে ভক্তরা গঙ্গায় পবিত্র স্নান করার জন্য মহাসমারোহে আসবেন।
রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল কেন্দ্রীয় সরকারের
তবে শুধু এই দিনগুলোতেই নয়, মেলার যে কোনও দিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসবেন বলে আশা করা হচ্ছে।নভেম্বরের শেষ থেকেই গুগল ম্যাপে মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনার নাম এবং অবস্থান দেখতে পাওয়া যাবে। ব্যবহারকারীরা কেবল গুগল ম্যাপে গন্তব্যের নাম লিখলেই তা অনুসন্ধান করতে পারবেন।