ব্যুরো নিউজ,২৯ অক্টোবর:শ্যামবাজার চত্বরে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতা এবং মৃতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে। শনিবারের পর থেকে এই মূর্তিটি আর দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সোমবার শ্যামপুকুর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাম ছাত্র এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ। পুলিশ অভিযোগটির তদন্ত শুরু করেছে এবং অনুসন্ধান চলছে কে বা কারা এই প্রতীকী মূর্তি চুরি করেছে বা সরিয়ে নিয়ে গেছে।
স্কুলের পোশাক সরবরাহে নতুন নির্দেশিকা
কে সরিয়ে নিল প্রতীকী মূর্তিটি ?
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্যাতিতা এবং মৃতা তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের প্রতিবাদে বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। ৩ সেপ্তেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্যামবাজারের পাঁচ মাথার মোড় সংলগ্ন এলাকায় এই অবস্থান চলছিল। এই সময় বাম কর্মীরা রাস্তার পাশে একটি প্রতীকী মূর্তি স্থাপন করেছিলেন। ২৫ সেপ্টেম্বরের পরে অবস্থান-বিক্ষোভ শেষ হলেও মূর্তিটি সেখানেই রাখা ছিল।কিন্তু অভিযোগ, গত শনিবারের পর থেকে মূর্তিটির খোঁজ মিলছে না। এলাকার এক বাসিন্দা বলেন, ‘ফুটপাথে বিশাল আকারের ওই মূর্তিটি ছিল, যা রাস্তা দিয়ে চলাচলের সময় সবার নজরে আসতো। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা কারা সেটি সরিয়ে ফেলেছে।’
বেআইনি বাড়ি ভাঙার কাজে কলকাতা পুলিশের নতুন বিশেষ বাহিনী
লালবাজারের পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তারা ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন, যাতে ঘটনাটি সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায়। এ ধরনের ঘটনা এলাকার মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং প্রশ্ন উঠেছে, কেন এবং কে এই প্রতীকী মূর্তিটি সরিয়ে নিল।