ফের বিজেপি কর্মীর ওপর আক্রমণের অভিযোগ। আর সেই অভিযোগে পথ অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনিপুরের খেজুরিতে। খেজুরি এক নম্বর ব্লকের বাসিন্দা গুরুপদ মাঝির বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে দুষ্কৃতিরা তাঁকে মারধর করেছে, এবং ব্লেড দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীরা কলাগেছিয়াতে খেজুরির হেরিয়া রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি করতে দেখা যায় বিজেপি কর্মীদের। বেশ খানিকক্ষণ চলে এই পথ অবরোধ। এবং সেই পুরো সময়টা জুড়ে ওই ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।