dev-production-journey-forced-to-start-successful-path

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর :অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও দক্ষ হাতে সামলাচ্ছেন দেব। এই পুজোয় আসছে তার নতুন ছবি ‘টেক্কা’। এরপর শীতে মুক্তি পাবে ‘খাদান’  এবং ২০২৫ এর শুরুতে আসবে ‘ বিনোদিনী’। তবে কেন আচমকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় পা রেখেছেন দেব, সেটি সম্প্রতি তিনি সংবাদ প্রতিদিনকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রজনীকান্ত

দেবের প্রযোজনার পথে যাত্রা

‘কফি উইথ করণ’ শোতে দেব জানান, তিনি একপ্রকার বাধ্য হয়েই প্রযোজনায় আসেন। তার কথায়, ‘ ২০১৪ সালে আমি যে ধরনের কাজ করতে চাইছিলাম, তা পাচ্ছিলাম না। বরং অন্য ছবির ডিভিডি আমাকে ধরিয়ে দেওয়া হতো। আমার মনে হয়েছিল, দক্ষিণী রিমেক টলিউডে বেশিদিন চলবে না। তখন টলিউডে কিছু গুটিকয় প্রযোজক ছিল। আমি তখন ‘হাতি’ হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের নিয়ে ছবি করতে অনেক টাকা লাগতো। কিন্তু সে রকম বিনিয়োগ পাচ্ছিলাম না। তখনই আমার মধ্যে সেই খিদে তৈরি হয় এবং আমি বাইফোর্স প্রযোজনায় আসি।’

জুনিয়র ডাক্তারদের নতুন কর্মবিরতির ডাক

দেব আরও জানান, ‘ আমি বুঝলাম, অন্য প্রযোজকদের উপর নির্ভর করলে আমি ক্রিয়েটিভলি মরে যাব। তখন রুক্মিণী আমায় জিজ্ঞেস করল, আমি কী চাইছি। বললাম, যা চাইছি সেটা কেউ করছে না। আমি জানালাম, আমার কাছে টাকা আছে। যে টাকা রোজগার করেছি, সেটাই দিয়ে ছবি বানাব।’ এর ফলে ২০১৭ সালে মুক্তি পায় তাদের প্রথম প্রযোজনা।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কি?

মোট ৭ বছরের মধ্যে দেবের প্রযোজনা সংস্থার অধীনে ১২টি ছবি নির্মিত হয়েছে। আগামী পুজোয় আসছে ‘টেক্কা’, যার পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে অভিনয় করছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। এরপর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে “খাদান”, যেখানে দেবের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। জানুয়ারির শুরুতেই আসবে “বিনোদিনী”, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর