lalabagan-nabankur-durga-puja-2024

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :গোটা বিশ্ব দূষণের চাপে বিপর্যস্ত। আর প্রকৃতির এই অবহেলা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তবে, প্রকৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবার লালাবাগান নবাঙ্কুর (Lalabagan Nabankur) নিয়ে এসেছে একটি অনন্য থিম ‘লালাবাগানে নবাঙ্কুর’। বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের সৃষ্টির ছোঁয়ায় এবারের পুজোতে সবুজ কুঁড়ির অপরূপ সাজ নিয়ে হাজির হচ্ছে।

পুজোর গান ‘ঢ্যাং কুড়াকুড়’-এ ফিরলেন মিঠুন-দেবশ্রী

প্রায় কয়েকশো চারাগাছ প্রাণ ফিরে পেল

প্রাচীন বৈদিক যুগে মহামায়ার পুজো শুধুমাত্র ঘটস্থাপনা দিয়ে শুরু হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নবপত্রিকা পুজো চালু হয়। মা দুর্গার নেপথ্যে থাকা প্রকৃতির ভাবনা কিছুটা আবছা হয়ে গিয়েছিল। লালাবাগানের এবারের পুজোতে সেই ভাবনাকে প্রধান্য দিতে চায়।

নবরাত্রি আগে শোকের ছায়ায় আমির খান এবং রীণা দত্তের বন্ধুত্ব

প্যান্ডেলটি পুরোপুরি গাছ দিয়ে তৈরি। যেখানে রয়েছে নবাঙ্কুর বা নতুন অঙ্কুর। উদ্যোক্তাদের দাবি, ‘এমন পুজো আগে কেউ দেখেনি।’ প্রায় সাড়ে সাতশো গাছের ব্যবহার করা হয়েছে, যা নার্সারিতে বড় করে প্যান্ডেলে স্থাপন করা হয়েছে।

 রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনঃসুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ শুনানি

পুজোর উদ্বোধনে থাকছে এক বিশেষ নাম—রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দুখু মাঝি, যিনি পুরুলিয়ায় চাষাবাদের মাধ্যমে একটি জঙ্গল তৈরি করেছেন। তার এই অনন্য অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে। এবারের পুজো সত্যিই পরিবেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দর্শকদের মনে এক অনন্য ছাপ ফেলে যাবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর