দেব প্রযোজিত পরবর্তী ছবি ‘বাঘা যতীন’ ইতিমধ্যেই বেশ চর্চিত দর্শকমহলে। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বিপ্লবী বাঘা যতীন বলেই চিরস্মরণীয় তাঁর চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে দেবকে। কিন্তু এই ছবির অভিনেত্রী কে হবেন? অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ ছবির নতুন্ নায়িকার খোঁজ চলছিল বেশ কয়েকদিন ধরেই। হন্যে হয়ে প্রযোজকরা এই ছবির নায়িকা খুঁজছিলেন গরু খোঁজা হয়ে। শহরের বেশ কয়েকটি জায়গাতেও পোস্টার দেওয়া হয়েছিল। অবশেষে মিলল নায়িকা সংবাদ। বিভিন্ন কলেজ ঘুরে প্রায় ৬ হাজার জনের অডিশান নিয়ে নির্বাচিত হয়েছে নায়িকা। টলিপাড়া সুত্রে খবর, নতুন নায়িকার সঙ্গে সিনেমা জগতের কোনও যোগসূত্র নেই। একদম নতুন মুখই খুঁজছিলেন অভিনেতা-প্রযোজক দেব। এই নতুন অভিনেত্রীর নাম সৃজলা দত্ত। তিনি এখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। এই ছবিতে রোহণ ভট্টাচার্যও অভিনয় করবেন। বেশ জোরকদমেই চলছে ছবির কাজ।
