ব্যুরো নিউজ, ৪ জুলাই : আগামী ৭ জুলাই রথযাত্রা। আর সে দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। তবে তার আগেই ‘বাধা’! কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হল জনস্বার্থ মামলা।
পোশাকে বদল রাম মন্দিরের পুরোহিতদের
৭ জুলাই রথযাত্রা। তাই তার আগে দিঘায় সৌন্দর্যায়নের জন্য চলছে কাজ। চলছে উচ্ছেদ অভিযান। অবৈধভাবে গড়ে ওঠা দোকান-পাটে উচ্ছেদ অভিযান চালাচ্ছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। ওল্ড দিঘার সি-হক ঘোলা থেকে নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাট পর্যন্ত সৈকত সরণিতে অবৈধ দোকান সরিয়ে ফেলা হচ্ছে।
আর এতেই মামলাকারী দাবি করেন, হিডকো শুধুমাত্র রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে, এছাড়া কোনও জায়গায়র পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। তবে এ প্রসঙ্গে আদালত ‘ছাড়পত্র’ই দেয়।
হিডকো রাজ্যের অন্যান্য জায়গায় কাজ করলে, এতে ভুল কী? পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যে কোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে। রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতে পারে। তাতে কোনও সমস্যা নেই। এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের।