ব্যুরো নিউজ, ৪ জুলাই: NEET ইস্যু নিয়ে কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সম্প্রতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET ইস্যু নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। পরীক্ষার আগের রাতে মত আতাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস। আর তাতেই ভুড়ি ভুড়ি নম্বর পেয়েছে পরীক্ষার্থীরা। কীভাবে এত নম্বর পেল পরীক্ষার্থীরা সেই প্রশ্নও উঠেছে। এসব ইস্যু নিয়ে বিক্ষোভের ঝড় উঠেছে। আর এবার তা নিয়ে সরব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
পড়ে গিয়ে মাথায় চোট, অস্ত্রোপচার মুকুল রায়ের
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, অতীতেও কংগ্রেসের প্রতারণার ইতিহাস রয়েছে। বর্তমানেও দেশকে প্রতারণা করছে কংগ্রেস। NEET-এর ক্ষেত্রেও তাদের উদ্দেশ্য প্রকাশ্যে এসেছে। মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়ে আসল ইস্যু থেকে সকলের নজর ঘোরানোই ইন্ডি জোটের উদ্দেশ্য। ভারতীয় জোটের উদ্দেশ্য দেশবিরোধী ও ছাত্রবিরোধী।
https://x.com/dpradhanbjp/status/1808440477919609328?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1808440477919609328%7Ctwgr%5Eafe9c31c6367bf042ecb5592c39b178d36b129a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Funion-minister-dharmendra-pradhan-says-congress-has-tendency-of-cheating-country-pm-modi-assured-student-over-neet-issue-in-parliament-1088950.html
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভায় তাঁর বক্তৃতার দেশের যুব প্রজন্মের প্রতি বার্তা দিয়েছেন। দেশের যুব শক্তি ও তাদের উজ্জ্বল ভবিষ্যত এই সরকারের প্রথম অগ্রাধিকার। এই সরকার দেশের প্রতিটি তরুণ ছাত্রের সাথে রয়েছে। কারো প্রতি অবিচার হতে দেওয়া হবে না। এই জন্য সরকার কঠোর আইন আনছে। দেশের ভরসা রয়েছে যে পরীক্ষায় বেনিয়মে যুক্ত কেউ ছাড় পাবে না। ফলে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের NEET ইস্যুতে বিভ্রান্তিকর প্রতারণামূলক নীতি বন্ধ করা উচিত বলে জানান ধর্মেন্দ্র প্রধান।