scotland church issue

ব্যুরো নিউজ, ২ জুলাই : নিলামে উঠছে প্রায় শ’খানেক গির্জা। এই গির্জাগুলির মধ্যে বেশ কয়েকটি প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। জানা গিয়েছে, টাকার অভাবে রোজকার কাজকর্ম আর চালানো সম্ভব হছে না। তাই ওই গির্জাগুলি নিলামের সিদ্ধান্ত নিল ঐতিহাসিক প্রেসবিটেরিয়ান চার্চ অফ স্কটল্যান্ড।

সলমন খানকে খুন করতে পাকিস্তানের একে-৪৭! ২৫ লাখের সুপারি!

প্রেসবিটেরিয়ান মতে বিশ্বাসী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে চার্চ অফ স্কটল্যান্ডের একটা আলাদা মান্যতা আছে। চার্চ অফ স্কটল্যান্ডের অধীনে এখন স্কটল্যান্ডে প্রায় ৪ হাজার চার্চ রয়েছে। তবে স্কটল্যান্ডে নাস্তিকের সংখ্যা এমন হারে বেড়েছে যে, গির্জায় মানুষের আনাগোনাও কমছে। যার প্রভাব সরাসরি পড়ছে ডোনেশন। জানা যাচ্ছে, এখন আর আগের মত সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন আসছে না। ফলে রোজকার কাজকর্ম, চার্চগুলোও আর রক্ষণাবেক্ষণের খবরও বহন করা সম্ভব হয়ে উঠছে না।

BJP Helpline

গির্জা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, গত দু-দশকে প্রিস্টের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমেছে। এমনকি ধর্ম যাজকের কাজ করার মত লোক পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। ফলে শ’খানেক গির্জা বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়েই পুরনো গির্জাগুলির খরচ চালানো হবে, সংস্কারও করা হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর