ব্যুরো নিউজ, ২ জুন : ২০১৪, ২০১৯ এর পর ২০২৪ -এর লোকসভা নির্বাচনেও গেরুয়া ঝড়ই উঠবে। এমনটাই জানা যাচ্ছে বুথ ফেরত সমীক্ষা থেকে।
তামিলনাড়ুতে খাতা খুলবে বিজেপি? কি বলছে এক্সিট পোল?
তবে দিন কয়েক আগেই লোকসভা নির্বাচনে মোদীর সুরে সুর মেলাতে শোনা গিয়েছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেমন ফল করতে পারে বিজেপি, তারই পূর্বাভাস দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সে সময়ও তাঁকে বলতে শোনা যায়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবারের লোকসভা ভোটেও নিরঙ্কুশ জয় পাবে।
প্রসঙ্গত, ২০১৯ -এর নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ৩০৩টি আসনে জিতেছিল। আর এবারও তেমনই আসন সংখ্যা থাকবে। এমনকি, ৩০৩ ছাড়িয়েও যেতে পারে। তাঁর এই ‘ভবিষ্যদ্বাণী’র সপক্ষে ব্যখায় তিনি বলেছিলেন, সাধারণত সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের প্রচণ্ড ক্ষোভ, হতাশা, অপূর্ণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ না থাকলে ভোটের ফল শাসকদলের অনুকূলেই যায়। তবে মোদী সরকারের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, এমন কথা দেশের কোনও প্রান্তেই তিনি শোনেনি। ফলে এবারেও যে ক্ষমতায় মোদী সরকারই আসবে তা তাঁর কথায় একপ্রকার স্পষ্ট।
এপ্রিলের ১৯ তারিখ থেকে শুরু হয়ে গত ১ জুনই সাত দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়। আর ভোট মিটতেই বুথ ফেরত সমীক্ষাতেও সেই একই আভাস। তবে এবের গেরুয়া শিবির ৪০০ পার করার যে লক্ষ্য নিয়েছিল তা পূরণ করতে পারবে কি না সেই উত্তর মিলবে আগামী ৪ জুন।
তবে ‘ইন্ডিয়া টুডে’ -এর এক্সিট পোল অনুসারে, এনডিএ পেতে পারে ৩৮১টি আসন। সে জায়গায় ইন্ডিয়া জোট ১৪৮টি আসন। অন্যান্যরা ১৪টি আসন পেতে পারে।
TV9 নেটওয়ার্ক -এর এক্সিট পোল অনুসারে, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ ৩৪৬টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট ১৬২টি আসন এবং অন্যান্যরা ৩৫টি আসন পেতে পারে।
এছাড়াও অন্যান্য বুথ ফেরত সমীক্ষাতেও সেই একই আভাস। জয়ের ধারা বজায় রেখে এবার হাটট্রিক করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তৃতীয়বারও দিল্লীতে ক্ষমতায় আসছে মোদী সরকার!
* মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষা ভোটের ফলাফলের সঙ্গে মিলতেও পারে নাও পারে। এটি শুধু মাত্র ফলাফলের আভাস।*