BJP

 

ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভে মুখে পড়া নতুন কিছু নয়। রাস্তা, জল, বিদ্যুৎ নানা ইস্যুতে স্থানীয়দের অভিযোগের মুখে পড়তে হয় শাসক, বিরোধী সব প্রার্থীদের। সেই তালিকায় যেমন রয়েছেন সায়নী ঘোষ, তেমন রয়েছেন শতাব্দী রায়। এবার ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

আসতে চলেছে পাওলি দামের নতুন ওয়েব সিরিজ ‘গুটিপোকা!’ রয়েছেন আরও এক ঝাঁক তারকা!

Advertisement of Hill 2 Ocean

পানীয় জলের সমস্যা কবে মিটবে?

মঙ্গলবার বিজেপি প্রার্থী সুভাষ সরকার বাঁকুড়ার বড়কুড়্যা গ্রামে হুড খোলা জিপে করে প্রচারে বেড়িয়েছিলেন। সেখানেই গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুভাষ সরকার।গ্রামের মহিলারা বলেন, গ্রামে মানুষ জল পাচ্ছেন না, পানীয় জলের সমস্যা। গ্রাম জুড়ে পানীয় জলের সমস্যা, সেই সমস্যা কবে মিটবে জানতে চান মহিলারা। তাদের দাবি, গ্রামে নলকূপ রয়েছে, কিন্তু সেটি খারাপ। পানীয় জল আনতে গ্রামবাসীদের দেড় কিমি দূরে জল যেতে হয়। যা এই তীব্র গরমে অত্যন্ত কষ্টের। সেই কারণে গ্রামের মহিলারা এদিন বিক্ষোভ দেখান। যদিও গ্রামে এখনো জল না পৌঁছনোর জন্য বিজেপি প্রার্থী সুভাষ সরকার রাজ্য সরকারের গাফিলতিকেই দায়ী করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর