ব্যুরো নিউজ, ৯ এপ্রিল: কেন্দ্রীয় সরকার জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে। সূত্রের খবরে জানা গিয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে রাজীবের। সে কারণেই সশস্ত্র নিরাপত্তারক্ষীরা এবার থেকে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

Advertisement of Hill 2 Ocean

জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল রাজীব কুমারকে! দায়িত্বে থাকবেন ৪০ থেকে ৪৫ জন রক্ষী

সূত্রের খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সকে দায়িত্ব দিয়েছে রাজীবের নিরাপত্তার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৪০ থেকে ৪৫ জন রক্ষী। একটি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা। তাতে জানানো হয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে রাজীবের। রিপোর্টে তাঁকে কড়া নিরাপত্তা দেওয়ারও সুপারিশ করা হয়েছে। রাজীবকে এরপরেই কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে জেড ক্যাটেগরির নিরাপত্তা।

দেশে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। ভোটগ্রহণ হবে সাত দফায়। রাজীব সারা দেশে ঘুরে বেড়াবেন ভোটের সময়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, সশস্ত্র কমান্ডো তাঁর সঙ্গে থাকবেন সেই সময়। ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার রাজীব। তারপর সেখান থেকে অবসর নিয়েছেন। এরপর তিনি মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন ২০২২ সালের ১৫ মে। তিনি দেশের ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার। তিনি নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন ২০২০ সালের ১ সেপ্টেম্বর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর