ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: নরেন্দ্র মোদির পর এবার বঙ্গের ভোটপ্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারের হাত ধরেই বালুরঘাটে জয় পেয়েছিল গেরুয়া শিবির। এবার সেই সুকান্ত মজুমদারের সমর্থনে আগামী ১০ এপ্রিল বালুরঘাটে প্রচারে বঙ্গে আসবেন অমিত শাহ।
মোদির কাছে দেশ না বেচার গ্যারান্টি চাইলেন মমতা
বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ঘোষণার অনেক আগে বঙ্গে এসে অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপিকে ৪২ টার মধ্যে ৩৫টি আসনে জিততে হবে। উল্লেখ্য, ১৯-এর নির্বাচনে ১৮টা আসন পেয়েছিল গেরুয়া শিবির। এবার সেই আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি।
উল্লেখ্য, ইতিমধ্যে ভোটের প্রচারে বঙ্গে এসে একপ্রস্ত প্রচার সেরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গের তিন কেন্দ্রের প্রার্থী জয়ন্তকুমার রায়, নিশীথ প্রামাণিক ও মনোজ টিগ্গার হয়ে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি। প্রথম দফার নির্বাচনের আগে ফের বঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি, অমিত শাহর পাশাপাশি বঙ্গে ভোটপ্রচারে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। লোকসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বরা কর্মী-সমর্থকদের কী কী ভোক্যাল টনিক দেন সেটাই দেখার।