ব্যুরো নিউজ, ১৩ মার্চ, শর্মিলা চন্দ্র: যাত্রী সুবিধার্থে ভারতীয় রেলের তরফে আরো এক নয়া পদক্ষেপ। হাওড়া শালিমার স্টেশনে ভারতীয় রেলের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের দক্ষিণ পূর্ব শাখার শালিমার স্টেশনকে প্রান্তিক স্টেশনের রূপ দিতে চলেছে রেল। দিন দিন হাওড়া স্টেশনে যেহেতু যাত্রী সংখ্যা বাড়ছে সেই কারণে শালিমার স্টেশনকে হাওড়া স্টেশনের বিকল্প হিসাবে গড়ে তোলা হবে বলেও রেলের তরফে জানানো হয়। এদিন রাঁচি বেনারস বন্দেভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ভারতীয় রেলের আধুনিককরণ এবং “এক স্টেশন এক পণ্য” দোকানেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলায় যে বন্দেভারত ট্রেন চলে সেই ট্রেনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য শালিমার স্টেশনে আধুনিক রেল ইয়ার্ড তৈরি করা হবে বলেও জানানো হয়। এর জন্য চারটি অতিরিক্ত লাইন তৈরি হতে চলেছে। তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী ।
ওই স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার রাজা সান্যাল জানান, স্টেশনে দুটি দোকানের উদ্বোধন করা হয়। বাংলার যে হস্তশিল্প সেটিকে তুলে ধরার জন্য এবং অর্থনৈতিকভাবে স্থানীয় শিল্পীদের উন্নতির লক্ষ্যে এই দোকান। তিনি আরো বলেন, শালিমার স্টেশনের কাজ পুরোপুরি শেষ হলে ওই এলাকার অর্থনৈতিক চেহারা আমূল বদলে যাবে। স্টেশন মাস্টার গোপাল চন্দ্র রাউৎ জানান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে উদ্যোগ নিয়েছেন তার জন্য স্বাগত। এরফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হস্তশিল্পীদের কথা মাথায় রেখে এবং হস্তশিল্পকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তারজন্য প্রধানমন্ত্রীর কাছে কৃত্বজ্ঞ বলেও জানান এক মহিলা ব্যবসায়ী