ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা তথা রয়্যাল বেঙ্গল টাইগার নামে খ্যাত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে তাকে দ্বিতীয়বার তলবের নোটিশ পাঠাল ইডি। এর আগে তাকে ৭ ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিলো।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি শাহজাহানের সন্দেশখালির বাড়িতে তল্লাশি করতে গিয়ে তার বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে তাকে তলব করেছিলো ইডি। কিন্তু সেই নোটিশে সাড়া দেননি শাহজাহান।এর পরে শাহজাহানের আইনজীবী মারফত কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান শাহজাহান। তবে, আদালত শাহজাহানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করার অনুরোধ শোনেনি।
ফের শেখ শাহজাহানকে ইডির তলব
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। শাহজাহানের বাড়িতে ঢোকা তো দূরে থাক, বাইরে থেকে কার্যত তাঁদের দুষ্কৃতিদের হাতে মার ও তাড়া খেয়ে ফিরে আসতে হয়েছিলো কলকাতায়। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিলো ইডির আধিকারিকদের। তাঁদের ফোন ও ল্যাপটপ কেড়ে নেওয়া হয়েছিলো। ভেঙে ফেলা হয়েছিলো তাঁদের দামি গাড়ির কাঁচ। সেই ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পরেই গোটা পরিবার নিয়ে কার্যত উধাও হয়ে যায় শেখ শাহজাহান।
এতগুলো দিন কেটে গেলেও, এখনো অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। আগামী শনিবার এই মামলার শুনানি। শাহজাহানের জামিন আটকানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডির আধিকারিকেরা। এ হেন পরিস্থিতির মধ্যেই আবার একবার শেখ শাহজাহানকে নোটিশ পাঠাল ইডি। ইভিএম নিউজ