প্রামাণ্য

ব্যুরো নিউজ, ১৮ জানুয়ারি: জন্ম প্রামাণ্য হিসেবে আধার গৃহীত হবেনা 

কর্মীদের প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড একাউন্টে জন্ম তারিখ সংশোধনী ও আপডেট করার জন্য আর আধার কার্ড গ্রহণযোগ্য হবেনা। জন্ম তারিখের প্রমাণ বা ডকুমেন্ট হিসেবে যেসব নথি এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ডে তালিকায় ছিলেন সেখান থেকেই আধার কার্ড বাদ দেওয়া হয়েছে। ই পি এফ কর্তৃপক্ষ সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে।

সময় এগিয়ে আনা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি নোটিশ দিয়ে ওই আধার কার্ড থেকে জন্ম তারিখ আর সংশোধন করা যাবেনা। ই পি এফ ও একই কথা জানিয়েছে গত ১৬ জানুয়ারির একটি নির্দেশিকায়। জন্ম তারিখ সংশোধন বা আপডেট করা যাবে রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথস এর ইস্যু করা কোন সার্টিফিকেট বা সরকারী বা সরকার স্বীকৃত কোন পর্ষদ বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা মার্কসিট থেকে গ্রহণ করা যাবে।

যদি এ ধরনের কোন সার্টিফিকেট না থাকে তবে সংশ্লিষ্ট ব্যাক্তির শারীরিক পরীক্ষার পর কোন সিভিল সারজেনের দেওয়া সার্টিফিকেট আদালতের দেওয়া এফিডেভিট সহ জমা দিতে হবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর