IPL

ব্যুরো নিউজ, ১৮ ডিসেম্বর: IPL-এ ধনি থাকছেন ধনিতেই

IPL-এ যে ম্যাচই হোক না কেনও এ ধরনের মুচমুচে ক্রিকেটে এখনও মূল আকর্ষণ মহেন্দ্র সিং ধনি। নিঃসন্দেহে তিনি এবারও অধিনায়ক থাকছে। ধনি চেন্নাই সুপার কিংস-এর নেতৃত্ব দেবেন , ঠিক আগে যেমন দিয়ে এসেছেন। অত্যন্ত ঠাণ্ডা মাথার ধনি এবার কীভাবে নেতৃত্ব দেন সেদিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে খেলোয়াড় ও দর্শকরা। এখনও ভারতের জার্সি ছেড়ে দিয়েও উইকেটের পেছনে ধনির বিকল্প নেই। কখনও কখনও এতো ক্ষিপ্র গতিতে তিনি ষ্ট্যাম্প বা রান আউট করেছেন তা বোঝানো কঠিন। বলের সঙ্গে তাঁর রেফলেক্স বহু জাতীয় প্লেয়ারের কাছে আশ্চর্যের। নিজের কাজটা মাঠের মধ্যে করে যান নীরবে। দেখে মনে হবে জোর সে ধাক্কা! লেকিন ধিরে লাগা। তাঁর গতির কাছে বিশ্বের বহু ব্যটার ওৎ পেতে আছে কখন কি ঘটিয়ে দেয়। নিজেদের রান বেশি হলে ঠিক যেভাবে তিনি বিপক্ষকে চতুর ফিল্ডিং-এর জালে আটকে রাখতে পারেন, তেমনই ব্যাটসম্যান ভেদে তাঁর ফিল্ডিং সাজানো সব সময় বুদ্ধিমত্তার ছাপ রেখে গেছে। বিপক্ষের কোনও ব্যাটার যতই মারকুটে হোক নে কানও ধনি কখনোই তাঁকে ভয় পাননি। বরং তাঁর দুর্বলতা কোথায় সেটাই তাঁর বোলারদের বুঝিয়েদেন।

IPL-এ ৩৩৩ ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ কাল

এছাড়া  IPL-এর দর্শককূল মুখীয়ে আছে ধনির ব্যাটিং দেখার জন্য। দর্শকরা চাইছেন বারে বারে তাঁর হ্যালিকপটার শট দেখার জন্য। তবে ধনি গত IPL-এ প্রয়োজন ছাড়া এগিয়ে এসে ব্যাট করেতে নামেননি। শেষের দিকে তিনি মেরে খেলার চেষ্টা করলেও বল কম থাকায় অনেক সময়ই দল্কে জেতানোর সুযোগ পাননি। তাই এবার দর্শকরা চাইছেন ধনি অন্তত সেকেন্ড বা থার্ড ডাউনে নামুক। কিন্তু, বাস্তবিক খেলা শুরু হলে ধনি কি করবেন সেটা নির্ভর করেছে পুরোপুরি তাঁর অপরেই। ধনি হ্যালিকপটার শট মারলে অথবা তাঁর অনায়াসে ২ ফিল্ডারের মাঝখান দিয়ে বুক চিড়ে বল ফেন্সিং-এর বাইরে গেলে অথবা স্টেপআউট করে ৬ মারলে দর্শকদের পয়সা উসুল। আর সেই জন্যেই চেন্নাইয়ের খেলা থাকলে মাঠে টিকিটের চাহিদা থাকবে তুঙ্গে। আর মাঠ জুড়ে ধনির নামে যে শ্লোগান উঠবে তাতে কোনও সন্দেহ নেই। ধনি ভক্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে, ধনিও নিজেকে ফিট রাখতে শরীরচর্চা করছেন নিয়মিত, শুধু সাম্মানিক, রীতিমত মিলিটারির পোশাক পরে প্রশিক্ষণ নিয়ে সিমান্তে দেশ সেবার কাজ করে এসছেন। ফলে ধনির ব্যাটে বল ঠিকমতো লাগলে সেটা দর্শক আসনে পড়াই স্বাভাবিক। তাই এবারও IPL চ্যাম্পিয়ান হওয়ার ক্ষেত্রে ধনিকে গুরুত্ব দিচ্ছে সব দলই। তবে ধনির সেসব দিকে ভ্রুক্ষেপ নেই, যদি সুযোগ পান সেমিফাইনালে পৌঁছতে তবে ধাক্কা দেবেন ধিরে, কিন্তু লাগবে বড় জোরে। অর্থাৎ ধিরেসে ধাক্কা জোরসে লাগা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর