ভারত-কানাডা

ব্যুরো নিউজ, ২৮ সেপ্টেম্বর: ভারত-কানাডা সংঘর্ষ | প্রভাব কি ভারতের হেঁসেলে?

 

কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এইরকম পরিস্থিতিতে ভারতে ডালের দাম বৃদ্ধি নিয়ে চিন্তিত অনেকেই। কারন ভারত কানাডা থেকে সবচেয়ে বেশি ডাল আমদানি করে। সামনে দুর্গাপূজা  আর তার ঠিক পরেই পাঁচ রাজ্যের নির্বাচন। এইরকম পরিস্থিতিতে কেন্দ্র সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা। পিয়াজ ও চাল সহ অন্যান্য অনেক খাদ্যশস্যের রপ্তানি নিয়ন্ত্রণ করতে ও গুরুত্বপূর্ণ মূল্যবৃদ্ধি আটকাতে বেশ কিছুটা সফল হয়েছে মোদি সরকার। দুই দেশের মধ্যে অনেকগুলো বাণিজ্য চুক্তি ছিল আপাতত সেগুলো স্থগিত রাখা হয়েছে। ভারত কানাডা থেকে সবথেকে বেশি মুসুর ডাল ও এমওপি সার আমদানি করে। ২০২৩ সালে কানাডা এবং ভারতের মধ্যে ৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বাণিজ্য হয়েছিল।

বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরলেন জয়শঙ্কর

ভারতের কাছে কানাডার বিকল্প হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া ডালের বড় উৎস। এটি ডালের একটি বড় রপ্তানিকারক দেশ। এদিকে দেশে ডালের চাষ শুরু হবে আগামী মাস থেকে। ফলে বার্ষিক প্রয়োজন মেটাতে যে পরিমাণ ডাল লাগে তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহন করতে চলেছে কেন্দ্র। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর