ব্যুরো রিপোর্ট ,৯ সেপ্টেম্বর :বদলার ম্যাচে আজ ইতালি। ২০১৪ বিশ্বকাপের পরে বিশ্বকাপের মঞ্চে এখনো জায়গা হয়নি ইতালির । ২০২২ এ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় তারা।

বাড়ছে কেষ্টর কষ্ট!

পরে অবশ্য পর্তুগালের কাছে হেরে ম্যাসিডোনিয়াও বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করতে পারেনি । কিন্তু , আজ ইতালিয়ানদের কাছে বদলের ম্যাচ । ম্যাসিডোনিয়ার কাছে হারের ক্ষতটা এখনো দগ্দগেই রয়েছে তাদের কাছে । তাই আজ ইউরোর যোগ্যতাঅর্জনের ম্যাচে ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে আওয়ে ম্যাচে বদলার লক্ষ্যেই দল নামাবেন নবনিযুক্ত ইতালীয় কোচ লুসিয়ানো স্পালেত্তি । যিনি প্রায় ৩৪ বছর পর সিরি এ দিয়েছেন নাপোলিকে ।ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর