পলিসি

রাজীব ঘোষ, ৮ সেপ্টেম্বর: পলিসি বাতিল হয়েছে? ফের চালুর সুযোগ দিচ্ছে LIC

এলআইসি পলিসি কিনেছিলেন, কিন্তু তারপরে আর বিভিন্ন কারণে পলিসি কন্টিনিউ করতে পারেননি। নিয়মিত প্রিমিয়াম জমা দিতে পারেননি। যার ফলে পলিসি Lapsed হয়ে গিয়েছে অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে।

PPF স্কিমে বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি!

দেশজুড়ে বহু মানুষ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের উপরে ভরসা করেন। বীমা করার কথা উঠে আসলেই দেশের বৃহত্তম এই বীমা সংস্থাতেই তারা পলিসি কিনে থাকেন। এবার টাকাপয়সার সমস্যার কারনে বা অন্যান্য কারণে পলিসি বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এলআইসির তরফে এবার সেই ধরনের ল্যাপসড পলিসি বা বন্ধ হয়ে যাওয়া পলিসি ফের চালুর সুযোগ দেওয়া হচ্ছে। এবার বাতিল হওয়া LIC Policy ফের চালু করা যাবে। কিভাবে চালু করতে পারবেন, সেটা একবার দেখে নেওয়া যাক।

LIC Revival Plan: এলআইসির তরফে ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রাক্কালে Lapsed পলিসি চালু করার জন্য অফার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকেই সেই অফার চালু হয়েছে। বাতিল হয়ে যাওয়া পলিসি চালু করার জন্য গ্রাহকেরা আবেদন করতে পারবেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এলআইসি। যদি দেখা যায়, কোনও পলিসির প্রিমিয়াম পরিশোধ না করার কারণে পলিসি বন্ধ হয়ে যায়। তাহলে এলআইসিতে যথাযোগ্য নথিপত্র জমা দিয়ে ও প্রিমিয়াম পরিশোধ করে সেই বাতিল হওয়া পলিসি চালু করা যেতে পারে। তবে বকেয়া প্রিমিয়ামের ওপরে সুদ দিতে হতে পারে।


LIC Policy বন্ধ হয়ে গেলে তা ফের চালু করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। অন্তত পুরো ৩ বছর যদি কোনও গ্রাহক প্রিমিয়াম জমা দেন, আর পরবর্তীকালে প্রিমিয়াম বন্ধ করে দেন, প্রথম Due তারিখ থেকে ৬ মাসের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে পলিসির টাকা কেটে নিয়ে সম্পূর্ণ টাকা ফেরৎ দেওয়া হবে। গ্রাহকের নমিনিকে মৃত্যুর তারিখ পর্যন্ত সুদ-সহ টাকা দেওয়া হবে। আর যদি কোনও গ্রাহক ৫ বছর প্রিমিয়াম দিয়ে থাকেন ও তারপর বন্ধ করে দেন, তাহলে প্রথম তারিখ থেকে ১২ মাসের মধ্যে যদি সেই গ্রাহক মারা যান, তাহলে সম্পূর্ণ পরিমাণ কেটে নেওয়া হবে  ও পরিশোধ করা হবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর