ইভিএম নিউজ ব্যুরো, ১১ অগাস্টঃ (Latest News) ব্যালট পেপারের পর এবার জয়ী সদস্যের শংসাপত্র। ভোজন রসিক তৃণমূল প্রার্থীদের আহার্যের জুড়ি মেলা ভার। অভিযোগ, সোনা টোপ্পা নামে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ী ২ নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে বিজেপির জয়ী সদস্যের সার্টিফিকেট কেড়ে নিয়ে খেয়ে ফেলেন। এই খবর জানাজানি হতেই এলাকায় টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষমেষ পুলিশ এসে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কমলা বাড়ি পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭। এর মধ্যে বিজেপি দখলে গিয়েছে ৯ টি তৃণমূল কংগ্রেসের দখলে ৭ টি এবং কংগ্রেসের দখলে ১ টি আসন।

পঞ্চায়েত ভোটের সময়তেও উত্তর ২৪ পরগনার হাবড়ায় সিপিআইএম প্রার্থীকে পরাজিত করবার উদ্দেশ্যে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে। প্রায় ২৫ টা ব্যালটের তোড়া ছিনিয়ে নিয়ে মুখে পুরে ফেলেছিলেন মহাদেব। হাবড়ার ঘটনায় তৃণমূল প্রার্থী জয়ী ঘোষিত হলেও, রায়গঞ্জে পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় তাই রসিকতার ঝড় উঠেছে, ব্যালট, সার্টিফিকেট তো হল তবে কি এবার ইভিএম ভক্ষণের পালা? (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর