ইভিএম নিউজ ব্যুরো, ৯ অগাস্টঃ (Latest News) সিপিআইএম (CPM) কি I. N. D. I. A জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে? সূত্রের খবর, সিপিআইএমের নিচুতলার কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরির ফলেই এই সিদ্ধান্ত নিতে পারে সিপিআইএম। সূত্রটির মতে ইতিমধ্যেই সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ নিয়ে এক প্রস্ত আলোচনাও সারা হয়ে গিয়েছে।

২০২৩ পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে সিপিআইএমের নিচু তলার কর্মীদের আক্রান্ত হতে হয়েছে এমনকি খুনও হতে হয়েছে, তারপরও দেশীয় স্বার্থের বুলি আওরে সেই শাসক তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্তকে একেবারেই ভালো চোখে নেয়নি সিপিআইএমের নিচু তলার কর্মীরা। ইতিমধ্যেই সিপিআইএমের রাজ্য কমিটির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, যে পরিবারগুলি তাদের সন্তানকে হারিয়েছে, অভিভাবক কে হারিয়েছে, পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়েছে, তাঁরা কোনো জাতীয় স্বার্থ বোঝেন না, তারা শুধু বোঝেন যে শাসক তৃণমূলের সন্ত্রাসবাদীদের হাতে তাদের স্বজন হারা হতে হয়েছে।

গত ৫ই অগস্ট ব্রিগেডে পিআইএমের একদা জোটসঙ্গী এসইউসি- র সম্পাদক প্রভাস ঘোষকেও I. N. D. I. A জোট নিয়ে সিপিআইএমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ছিলেন। এছাড়াও সিপিআইএমের আরএসপি নেতাদের একাংশ এই জোটকে ভালো চোখে নেননি। এরপরই সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতারা এ বিষয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে সূত্রটি। ফলে I. N. D. I. A জোট শুরুর আগেই শেষের নেতৃত্বের জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর