ইভিএম নিউজ ব্যুরো, ৮ অগাস্টঃ (Latest News) এবার মুর্শিদাবাদের পর বাঁকুড়া।জেলার ৭ প্রাথমিক শিক্ষককে তলব করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। (সিবিআই) বুধবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালই গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন ৭ প্রাথমিক শিক্ষককে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল প্রথম গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের ৪ ‘অযোগ্য’ শিক্ষককে। তাঁরা হলেন, জাহিরাদ্দিন শেখ, সাইগার হোসেন, সীমার হোসেন এবং সৌগত মণ্ডল। আলিপুর বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয় তাঁদের। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। জানা গিয়েছে, সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেপ্তার হওয়া এই চার ‘অযোগ্য’ শিক্ষকের।

টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, এনিয়ে প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এবং আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২১ অগাস্ট পর্যন্ত জেল হেপাজতে থাকতে হবে তাঁদের।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা।এই প্রথম ‘অযোগ্য’ শিক্ষকদের গ্রেপ্তার করা হল।তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে সিবিআইয়ের ২৪ পাতার চার্জশিটে বিস্ফোরক তথ্য। চাকরি-বিক্রির এজেন্ট ও চাকরিপ্রার্থী মিলিয়ে মোট ১৪১ জনের কাছ থেকে তাপস মণ্ডল টাকা নেন বলে তথ্য উঠে এসেছে উল্লেখ্য চার্জশিটে । মোট ৪ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়েছিলেন তাপস মণ্ডল, এমনটাই সূত্রের খবর।

অন্যদিকে, চাকরি বিক্রি করে ৭১ জনের কাছ থেকে মোট ৩ কোটি ১৩ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। উল্লেখ্য চার্জশিটে, চাকরি বিক্রি করে মুর্শিদাবাদের ৫ জন শিক্ষকের কাছ থেকে মোট ২৩ লক্ষ টাকা নেওয়ায় নাম উঠে আসে তাপস মণ্ডলের। এর মধ্যে ধৃত সায়গর হোসেন দিয়েছিলেন ৬ লক্ষ টাকা। এবং ধৃত জাহিরুদ্দিন শেখ ও সৌগত মণ্ডল দিয়েছিলেন সাড়ে ৫ লক্ষ টাকা করে সবশেষে ধৃত সীমার হোসেন চাকরি কিনতে ৫ লক্ষ টাকা দেন তাপস মণ্ডলকে। তবে চার্জশিটে ১ নম্বরে নাম থাকা আশিক আহমেদকে এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সিবিআই। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর