বঙ্গোপসাগরে (Bay Of Bengal) উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত (Cyclone)। অবস্থান বদল করে মৌসুমী অক্ষরেখা আপাতত বিহারের ভাগলপুর ও মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। তার জেরে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা লাগোয়া জেলাগুলিতে। এই আবহে শহরে আজও জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
এর জেরে দক্ষিণের সব জেলাতেই আজ জারি থাকবে হলুদ সতর্কতা। (EVM News)


















