ইভিএম নিউজ ব্যুরো, ২ অগাস্টঃ (Latest News) বর্ষার মরশুম। তারই মধ্যে শহরে মাথা চারা দিয়েছে ডেঙ্গু। সঙ্গে দোসর ম্যালেরিয়া। এবার ম্যালেরিয়া নিয়ন্ত্রনে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। কেনা হচ্ছে মেডিকেটেড মশারি। বিশেষ করে বস্তি এলাকা ও ফুটপাথের মানুষদের জন্য এই উদ্যোগ। অর্ডার দেওয়া হয়েছে ৩০ হাজার মশারি। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের ব্যাপারে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেলগাছিয়া, কাঁকুরগাছি, পেয়ারাবাগান, পঞ্চাননতলা, তিলজলার বস্তি এলাকাগুলো এবং বড় বাজার, পার্কস্ট্রিট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক, ভবানীপুর সহ একাধিক এলাকার ফুটপাথ বাসীদের মধ্যে এই মশারি বিতরণ করা হবে। পুরসভার তরফে প্রত্যেকটি বরো এলাকা ধরে হিসাব করে একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মেডিকেটেড মশারির জন্য অর্ডার পাঠানো হয়েছে।

পুরসভার তরফে মনে করা হচ্ছে, বৃষ্টিতে বাড়ির আশেপাশে কিংবা ড্রেনে জমে থাকা জলই ডেঙ্গু মশার আঁতুড়ঘর।বস্তি এলাকায় মশাবাহিত রোগের সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেকবেশি থাকে। পাশপাশি, ফুটপাথ বাসীদের মধ্যেও ম্যালেরিয়া, ডেঙ্গির মতো মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকবেশি। সেই কারণেই তাদের মধ্যে এই ধরনের মেডিকেটেড মশারি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছেন। গত বছরে তুলনায় রাজ্যে ডেঙ্গু আক্রান্তের পরিমাণ এ বছর অনেক বেশি। তা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসন। মশাবাহিত রোগের প্রকোপ রুখতেই এই উদ্যোগ।

এই ধরনের মশারির বিশেষত্ব কি?

মেডিকেটেড মশারিতে এক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। যা মশা বা অন্যান্য পোকামাকড়কে মেরে ফেলতে সাহায্য করে। সাধারণ মশারির তুলনায় এটি অনেক বেশি কার্যকর। ম্যালেরিয়া প্রবণ এলাকা এমনকি বাইরের দেশেও এই ধরনের মশারির প্রচলন রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে একাধিক দেশে ম্যালেরিয়া প্রবণ এলাকায় এই ধরনের মশারি ব্যবহার করার উল্লেখ পাওয়া যায়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর