ইভিএম নিউজ ব্যুরো, ২৬ জুলাইঃ (Latest News) রবিবারের বৈঠক শেষে সোমবার সকালে কলকাতায় এসে প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়কে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানিয়েই আবারো নয়া দিল্লির পথে রওনা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আর এতেই রাজনৈতিক মহলে কৌতুহল সৃষ্টি হয়েছে এমন কি কারণ যে গত তিন দিনে দু’বার দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে হলো বিধানসভার বিরোধী দলনেতাকে ? কেনই বা এত দৌড়ঝাঁপ ?

পর্যবেক্ষক মহলের অনুমান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি, হিংসা,হানাহানি, মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র দপ্তর এর মধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছে রাজ্যপাল থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতা মন্ত্রীদের কাছ থেকে। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর দু’সপ্তাহ কেটে গেলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে।

স্বরাষ্ট্র দপ্তরের নজর রয়েছে বাংলায় ভোট হিংসাকে কেন্দ্র করে আদালতের দেওয়া রায়ের উপরেও। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ৩৫৫ ধ ধারা লাগু করার দাবি তুলতে দেখা গিয়েছিল বিজেপি সহ রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলিকে। পর্যবেক্ষক মহলের তাই অনুমান, শুভেন্দু অধিকারীর গত তিন দিনে দু’বার দিল্লি যাওয়ার পিছনেও সেই একই কারণ রয়েছে। অর্থাৎ বাংলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারীর থেকেও তার মতামত জানতে চায় স্বরাষ্ট্র দপ্তর। এখন দেখার শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর আদৌ কোন কঠোর মূলক সিদ্ধান্ত নেয় কি না। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর