ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুলাইঃ (Latest News) এবার দূরপাল্লার জেনারেল কোচের যাত্রীদের জন্য সুখবর। ২০ টাকায় ‘ইকোনমিক মিল’ চালু করল IRCTC। শিয়ালদহ সহ মোট ৮ টি স্টেশনে মিলবে এই সুবিধা। আর এর জন্য কোন টিকিট দেখাতে হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এতদিন জেনারেল কোচে সফর করা যাত্রীদের স্টেশনে নেমে তাড়াহুড়ো করে খাবার জোগাড় করতে হত।কিন্তু এবার তা আর হবে না। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেল পরিকল্পনা করেছিল ‘ইকোনমি মিল’-এর। যার ফলে খুবই সস্তায় খাবার খেতে পারবেন যাত্রীরা। এর ফলে জেনারেল কোচে সফর করা যাত্রীদের খাবারের দুঃশ্চিন্তা মিটবে বলে মনে করা হচ্ছে।
পূর্ব রেল বিজ্ঞপ্তি অনুযায়ী, শিহালদা-সহ রাজ্যের মোট 8 টি স্টেশনে জেনারেল কোচের সামনে এই ‘ইকোনমি মিল’-এর ব্যবস্থা করা হয়েছে। সেই ষ্টেশনগুলি হল- শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার।
জেনে নিন তাহলে যাত্রীরা খাবারে ক কি পাচ্ছেন?
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২০ টাকার ‘ইকোনমি মিল’ এ দেওয়া হবে ৭ টি পুরী/কচুরী । সঙ্গে থাকবে আলুর তরকারি গ্রাম ও আচার। সঙ্গে ৩ টাকা দিলে মিলবে ২০০ মিলিলিটার জল। এছাড়া, দেওয়া হবে ৫০ টাকার কম্বোও। সেই কম্বোতে থাকবে রাজমা, ছোলে-রাইস, খিচুড়ি, ছোলা -বাটুরে, পাও-ভাজি ও মশলা ধোসা। এগুলির ওজন হবে ৩৫০ গ্রাম। সঙ্গে GST ।
রেল সূত্র অনুযায়ী, প্রাথমিকভাবে দেশজুড়ে ৬৪ টি স্টেশনে এই ‘ইকোনমি মিল’ এর ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে পূর্ব রেলের রয়েছে ২৯ টি স্টেশন। শিয়ালদা -সহ মোট ৫১ টি স্টেশনে । গত বুধবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে। বাকি ১৩ টি স্টেশনে পরিষেবা চালু হয়েছে গত ২০ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে।
আগেই বলা হয়েছে ‘ইকোনমি মিল’-এ খাবার পেতে কোনও টিকিট দেখাতে হচ্ছে না যাত্রীদের। তবে আশঙ্কা করা হচ্ছে, এরফলে প্রচুর ভিড় হতে পারে ওই দোকানগুলিতে। (EVM News)